পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-১ আসেন সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘আমার পিতা যে উন্নয়নের সপ্ন দেখেছিলেন, মহান আল্লাহ যদি চান আপনাদের সহযোগিতায় সেসব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো, ইনশাআল্লাহ।’
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ‘যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের বিচার করা হবে। অপরাধীদের কোনো ক্ষমা নেই। কোনো ধরনের দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুসারীরা আত্মগোপনে আছে তাই সকলকে সতর্ক থাকতে হবে, কোনো অপকর্ম যেন তারা না করতে পারে।’
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে জামায়াতের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন শাখার আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জামায়াতের জেলা নির্বাচন কমিটির পরিচালক মো: হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমির মাওলানা মোঃ আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল হাই, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন প্রমুখ।
মাসুদ সাঈদী আরো বলেন, ‘আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লামা সাঈদী বাতিলের কাছে কখনো মাথা নতো করেনি। আমাদেরকে আব্বার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। ওই স্বৈরাচার হাসিনা সকল মাজলুম আলেমদের ওপর জুলুম করেছে।’
তিনি বলেন, ‘আমি এই উপজেলায় পাঁচ বছর দ্বায়িত্ব পালন করেছি। এক টাকার কোনো দূর্নীতি করেনি। এখানে যতো উন্নয়ন হয়েছে সব আমার পিতার হাতেই হয়েছে। আমার পিতার রক্ত যেভাবে সাদা ছিলো, আমারও রক্তও তেমনি সাদা। আমি সবসময় আপনাদের পাসে থেকে খেদমত করবো, ইনশাআল্লাহ।’