শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩

আয়কর জমা দিতে কি কি তথ্য জমা দিতে হয়?

যখন একজন করদাতা আয়কর রিটার্ন জমা দিবেন তখন বিভিন্ন আয়ের উৎসের স্বপক্ষে তথ্য প্রমাণাদি বা দলিলাদি রয়েছে তা রিটার্নের সাথে জমা করতে হবে। এ ক্ষেত্রে নিম্নের তালিকাটি অনুসরণ করা যেতে পারে।

 

প্রথমবার বা নতুন করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য।

 

১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি। (৫ বছর অন্তে সাম্প্রতিক তোলা রঙিন ছবি জমা দিতে হয়)

- Advertisement -

২। TIN Certificate এর ফটোকপি। 

৩। NID বা Passport এর ফটোকপি

 

বি.দ্র. : পুরাতন করদাতাদের ক্ষেত্রে ছবি, TIN, NID বা Passport এর প্রমাণাদির প্রয়োজন নেই। যেহেতু প্রথমবারেই জমা করা হয়ে ছিল।

 

আলোচ্য করবর্ষের জন্য সাধারণ তথ্যাদি : 

 

১। কৃষি বা অকৃষি জমি কিংবা দালানকোঠার দলিলের ফটোকপি।

২। মোটরযানের প্রমাণাদি।

৩। স্বর্ণালংকার বা গহনার তথ্যাদি। 

- YouTube -

৪। আসবাবপত্রের তথ্যাদি।

৫। ইলেক্ট্রনিক সামগ্রীর তথ্যাদি।

৬। পারিবারিক ব্যয় সংক্রান্ত তথ্যাদি।

৭। স্বামী/স্ত্রীর (Spouse) এর নাম স্পষ্ট অক্ষরে।

৮। ছেলে/মেয়ের সংখ্যা ও বয়স।

৭। কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত, অন্যান্য প্রাপ্তি বা ঋণ ও দান ইত্যাদি।

 

বেতনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণাদি:

 

১। বেতন বিবরণী

২। ব্যাংক হিসাব থাকলে বা ব্যাংক সুদের আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট।

৩। বিনিয়োগ ভাতা দাবি থাকলে তাঁর স্বপক্ষে প্রমাণাদি। যেমন- জীবন বিমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ।

 

নিরাপত্তা জামানত হতে প্রাপ্ত সুদের ক্ষেত্রে প্রমাণাদি:

 

১। যে বছর বন্ড বা ডিবেঞ্চার ক্রয় করা হয়েছে সে বছরের বন্ড বা ডিবেঞ্চারের ফটোকপি।

২। সুদের উপর আয় থাকলে সুদ প্রদান কারী কর্তৃপক্ষ হতে প্রত্যয়ন পত্র।

৩। প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার ক্রয় করা হলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়ন পত্র।

 

গৃহ-সম্পত্তি হতে আয়ের ক্ষেত্রে প্রমাণাদি:

 

১। বাড়ি ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রিসিটের কপি, মাস ভিত্তিক বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ি ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী বাধ্যতামূলক।

২। পৌর কর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রিসিটের কপি।

৩। ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি ক্রয় বা নির্মাণ করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট।

৪। গৃহ-সম্পত্তি বিমাকৃত হলে বিমার প্রিমিয়ামের রিসিট কপি। 

 

ব্যবসা বা পেশার ক্ষেত্রে হিসাব বিবরণী: 

 

১। করদাতা ব্যবসায়ী হলে তাঁর ব্যবসার সংরক্ষিত হিসাব বহি অনুসারে হিসাব বিবরণী ও স্থিতিপত্র বা অডিট রিপোর্ট।

২। করদাতা পেশাজীবী হলে তাঁর পেশার হিসাব বিবরণী।

 

অংশীদারি ফার্মের আয়ের ক্ষেত্রে:

 

ফার্মের আয়ব্যয়ের হিসাব বিবরণী ও স্থিতিপত্র।

 

মূলধনি লাভের ক্ষেত্রে:

 

১।স্থাবর সম্পত্তি ক্রয় বা হস্তান্তর করলে এর দলিলের কপি।

২। উৎসে আয়কর জমা হলে এর চালান বা পে-অর্ডারের ফটোকপি।

৩। পুঁজিবাজারের তালিকাভুক্তি কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়ন পত্র।

 

অন্যান্য উৎসের আয়ের ক্ষেত্রে প্রমাণাদি:

 

১। নগদ লভ্যাংশ খাতে আয় হলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট। 

২। সঞ্চয়পত্র হতে সুদের আয় হলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেয়া সার্টিফিকেটের কপি।

৩। ব্যাংক সুদের আয় থাকলে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট।

৪। অন্য যে কোন আয়ের উৎসের জন্য প্রাসঙ্গিক কাগজ পত্র।

৫।অন্যান্য যেকোনো উৎস হতে যা-ই আয় হোক না কেন, তাঁর প্রমাণপত্র।

 

অগ্রিম আয়কর পরিশোধের প্রমাণানি:

 

১।আয়কর পরিশোধের সমর্থনে চালানের কপি, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট বা অ্যাকাউন্ট পেয়ী চেক। (৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ট্রেজারি অটোমেটেড চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়, আর যদি ৫ লক্ষ টাকা র অধিক হয় তাহলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট বা অ্যাকাউন্ট পেয়ী চেক এর মাধ্যমে পরিশোধ করতে হয়)।

২। যে কোন খাতের আয় হতে উৎসে আয়কর পরিশোধ করা হলে, আয়কর কর্তনকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র।

 

বিনিয়োগ বা দানের ক্ষেত্রে প্রমাণাদি।

 

১। যে যে ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে তাঁর স্বপক্ষে প্রমাণপত্র

২। যে যে ক্ষেত্রে দান করা হয়েছে তাঁর স্বপক্ষে প্রমাণপত্র।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

  • সাবস্ক্রাইব করুন তথ্যবহুল সত্য খবরের জন্য 

    You are our valued subscriber. We send weekly newsletter. NO SPAM

আরও পড়ুন

ব্যক্তিগত আয়কর জমা দিতে কি কি কাগজপত্র লাগবে?

একজন করদাতা আলোচ্য করবর্ষে আয়কর রিটার্ন পূরণ এবং রিটার্নের...

সংবিধানের ষোড়শ সংশোধনী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের জন্মলগ্ন ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে...

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

পঞ্চদশ সংবিধান সংশোধন বিষয়টি মাননীয় সুপ্রিম কোর্টের একটি রায়ের...

সংবিধানের চতুর্দশ সংশোধনী

সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিষয়বস্তু ছিলো নারীদের জন্য সংরক্ষিত আসন...

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী

স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে সামরিক শাসক ও রাষ্ট্রপতি হুসেইন...

সংবিধানের দ্বাদশ সংশোধনী

সংবিধানের দ্বাদশ সংশোধনীকে প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন বলা হয়ে থাকে। অর্থাৎ...