শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
22.8 C
Dhaka

ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি

spot_img

ভিডিও

- Advertisement -

সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনে যুদ্ধবিরতি ও দেশটির খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে আজ মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।



এ প্রেক্ষাপটে গতকাল সোমবার সৌদির উদ্দেশে রওনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি অংশ নেবেন না। এ আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধি থাকছেন না।



এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রুশ কর্মকর্তারা আলোচনা করেন। ওই আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধি ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্বিতণ্ডা এবং এর জেরে ইউক্রেনে সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিতের পর প্রথমবারের মতো দুই দেশ আলোচনায় বসছে। সম্প্রতি ইউক্রেনে বিমান হামলাও জোরদার করেছে রাশিয়া। এতে বেড়েছে হতাহতের ঘটনা। 

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও