ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র, পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুরকে ইসলামাবাদে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ। তবে পাক কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি।
ইসলামাবাদে ইমরান খানের সমর্থকদের সমাবেশে যোগদানের সময় পুলিশের সাথে সংঘর্ষের পর গ্রেপ্তার করা হয় তাকে। ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের নেতৃত্বে দেশব্যাপী চলমান আন্দোলনের উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটে।
২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি জীবনযাপন করছেন। তবে পিটিআইয়ের দাবি, ইমরান খানকে ‘অবৈধভাবে’ কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার মুক্তির দাবিতে গত কয়েক সপ্তাহে দেশজুড়ে অনেকগুলো সমাবেশ করেছে পিটিআই।