শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
19 C
Dhaka

ইসলামের জন্য অভিনয় ছেড়েছেন যে সব তারকারা

spot_img

ভিডিও

- Advertisement -

রুপালী পর্দার আলো জ্বলমলে দুনিয়া সবাইকে আকৃষ্ট করলেও ইসলামী রীতি নীতি অনেক কিছুকেই অনুমোদন দেয় না। তাই অর্থবিত্ত, যশ-খ্যাতি আর জনপ্রিয়তা- সব কিছু থাকা সত্বেও শুধু ইসলামের জন্য অভিনয় ছেড়েছেন অনেক তারকা। ক্যারিয়ারে তুঙ্গে থাকার পরও যারা সব কিছু ছেড়ে ধর্ম কর্মে মনোনিবেশ করেছেন। এর মধ্যে আমাদের দেশের এবং দেশের বাইরের অনেক অভিনেতা – অভিনেত্রী ই রয়েছেন। তাদের কথা ই জানবো আজ-


সুজানা জাফর, ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে কাজ করে সুনাম কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুজানা জাফর। ২০০৩ সালে লাক্স ফটোসুন্দরী খেতাবও পেয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ পালন করেনই মিডিয়াকে ‘গুডবাই’ জানান এই অভিনেত্রী। সুজানার টাইমলাইন জুড়ে এখন শোভা পায় শুধু কোরআন-হাদিস আর ইসলামের বাণী।


করোনাকালীন সময়ে অভিনয় থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী এ্যানি খান। দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারে ইতি টেনে তিনি জানান, নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছি। জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই করোনার ছুটি শেষ হওয়ার প্রহর গুণলেও আমি তা কাজে লাগিয়েছি ইবাদত বন্দেগীর মাধ্যমে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছি, নামাজ আদায় করছি। আমি আল্লাহর রাস্তায় হাঁটছি।


জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় চলচ্চিত্র থেকে বিদায় নেন চিত্রনায়িকা শাবানা। কিন্তু কি কারণে বিদায় নিয়েছেন, তা তখন জানা যায়নি। পরবর্তীতে জানা যায়, শুধু অভিনয় থেকে বিদায় নেওয়াই নয়, রীতিমতো ‘তওবা’ও করেছেন তিনি। আর মন দিয়েছেন ধর্মকর্মে।

বাংলাদেশের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এছাড়াও ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিসহ বেশ কিছু ছবি ও বিজ্ঞাপনে কাজ করেছেন হ্যাপি। ২০১৭ সালে এই অভিনেত্রী ঘোষণা দেন অভিনয় ছাড়ার। শুধু তাই নয়, তিনি ‘আমাতুল্লাহ’ হিসেবে নতুন নামও গ্রহণ করেন। তাকে নিয়ে মাকতাবাতুল আজহার প্রকাশনী থেকে প্রকাশ হয় একটি বইও। সেখানে তিনি বলেছেন, ‘নতুন শিশুর মতো আমার জন্ম হয়েছে। এখন আমার আগের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’


শুধু বাংলাদেশ নয়; ভারতের অনেকেও ইসলামের বিধান মানতে সিনে জগতকে বিদায় দিয়েছেন। বিগবস খ্যাত অভিনেত্রী সানা খান। বিভিন্ন রিয়ালিটি শো আর ছবিতে অভিনয়ের কারণে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। কিন্তু মানুষের সেবা আর আল্লাহর পথ অনুসরনের জন্য তিনি অভিনয় জগত ছেড়ে যান। বিয়ে করেন গুজরাটের মুফতি আনাসকে। এরপর তিনি ইনস্টাগ্রাম পোস্টে জানান, আমি কখনো ভাবিনি; হালাল ভালোবাসা এত সুন্দর হতে পারে।


নব্বই দশকের সাড়া জাগানো অভিনেত্রী মমতা কুলকার্নি। অভিনয় করেছেন তিন খান অনেক সফল তারকাদের সঙ্গে। কিন্তু হঠাৎ পর্দার আড়ালে চলে যান এই অভিনেত্রী। পরবর্তীতে শোনা যায়, এই নায়িকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাইরোবিতে বসবাস করছেন।


আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় অভিনেত্রী জায়রা ওয়াসিম। অনেকটা হুট করে ২০১৯ সালে পাঁচ বছরের ক্যারিয়ারে ইতি টানেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের উঠতি সময়ে এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। তবুও তিনি আল্লাহর দেখানো পথে চলবেন বলেই সিদ্ধান্তে অটল থাকেন। তিনি জানান, কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে তিনি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছেন। এরপর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসার তার অতীতে জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। ভোজপুরি এই নায়িকা বলেন, বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই।


শুধু বাংলাদেশ ভারত নয়, কিছু দিন আগে ইসলামের পথে চলতে শোবিজ ছেড়েছেন দুই পাকিস্তানি অভিনেত্রী আনুম ফাইয়াজ ও জারনিশ খান। এছাড়াও পশ্চিমা বিশ্বের আলোচিত হিজাবী র্যাম্প-মডেল হালিমা অ্যাডেন ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাস থেকে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন। ধীরে ধীরেই বিশ্বময়  এই তালিকা লম্বা হচ্ছে। ইসলামের সুমহান ছাড়াতলে আশ্রয় নিয়ে অবলিলায় ছেড়ে দিচ্ছেন জ্বলমলে রুপালী দুনিয়া। আর সেখানেই পাচ্ছেন প্রকৃত শান্তি।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও