বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
28 C
Dhaka

এবার যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রফতানি বন্ধ করল চীন

spot_img

ভিডিও

- Advertisement -

চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানও পাঠানো বন্ধ করেছে শি জিনপিং প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের এমন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার অধিকাংশ আসে চীন থেকে। পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে গত ৪ এপ্রিল ছয়টি বিরল ভারী ক্ষার মৃত্তিকাসহ বিরল চুম্বক রফতানিতে কড়াকড়ি আরোপ করে চীন। ওই বিরল খনিজ কেবল চীনেই পরিশোধন করা হয়। আর বিরল চুম্বকের ৯০ শতাংশই চীনে উৎপাদন হয়।


কিন্তু বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় এবার এসব পণ্য রফতানিতে লাগাম টানল বেইজিং। প্রতিবেদন মতে, খনিজ ও চুম্বকগুলোর চালান এখন কেবল বিশেষ রফতানি লাইসেন্স থাকলেই অন্য দেশে রফতানি করা যাবে। যদিও চীনা কর্তৃপক্ষ এখনও এই লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেনি।


ধারণা করা হচ্ছে, চীনের নতুন এই পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ চীনের বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, অ্যারোস্পেস, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। আর বিরল চুম্বক ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও