কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ ৭ উইকেটে হেরেছে। বৃষ্টিতে প্রায় আড়াই দিন ভেসে যাওয়ার পরও এক সেশন থাকতে হেরে গেছে সফরকারীরা। সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।
ম্যাচ শেষে জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিলেন কানপুরে সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে সাকিব কানপুর টেস্টের আগে ঘোষণা দেন যে, অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নেবেন তিনি। আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পুরোপুরি ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছের কথা জানান।
কিন্তু, রাজনৈতিক কারণে সাকিবের দেশে এসে টেস্ট খেলার বিষয়টি এখনো অনিশ্চিত। সাকিবের নামে হত্যা মামলা করা হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড় সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে।
তবে সাকিব মূলত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে আবার নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় অন্যান্য নেতাকর্মীদের মতো তাকেও গ্রেপ্তার করা হবে না, এই নিশ্চয়তা চান তিনি।
কিন্তু, সে বিষয়ে এখনো সরকারের থেকে পরিষ্কার বার্তা পাওয়া যায়নি। কানপুর টেস্ট হতে পারে সাকিবের শেষ এই ভেবে সাংবাদিকরা তাকে সংবর্ধনা দিয়েছেন।