বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
28 C
Dhaka

গাজায় ইসরাইলের হামলায় তিন দিনে নিহতের সংখ্যা ৭১০

spot_img

ভিডিও

- Advertisement -

মঙ্গলবার থেকে ইসরাইলের চালানো হামলায় তিন দিনে গাজায় কমপক্ষে ৭১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০০ জন।


বৃহস্পতিবার (২০ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-ডাকরানকে উদ্ধৃত করে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।



আল-ডেকরান জানান, গত তিন দিনে কমপক্ষে ৭১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।



তিনি বলেন, ‘ইসরাইলের হামলায় আহতদের মধ্যে অনেকেই মৌলিক সরঞ্জাম ও ওষুধের ঘাটতির কারণে মারা যাচ্ছেন।’



এদিকে, আহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশ শিশু এবং নারী বলে জানানো হয়েছে।  



চিকিত্সকরা জানিয়েছেন, বৃহস্পতিবারও গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।  


গত মঙ্গলবার থেকে ইসরাইলের সামরিক বাহিনী গাজায় আবার বিমান হামলা শুরু করে এবং বুধবার স্থল কার্যক্রম শুরু করে।



মঙ্গলবার পুনরায় ইসরাইলের শুরু হওয়া বিমান হামলার প্রথম দিনেই ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।


ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘১৯ জানুয়ারি হওয়া যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে আলোচনায় হামাস রাজি না হওয়ায় তারা নতুন করে হামলা শুরু করে।’


অন্যদিকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ আনে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও