বলিউড অভিনেতা গোবিন্দ মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে গুলিবিদ্ধ হয়েছেন । এনডিটিভি জানিয়েছে, নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত, আইসিইউ ইউনিটে ভর্তি তিনি।
গোবিন্দের ম্যানেজার শশী সিং বলেন, ‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। তার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন তিনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’
বিশ্বস্ত সূত্রের খবর, স্থানীয় সময় আনুমানিক ভোর ৪. ৪৫ মিনিটে এই অঘটন ঘটে। ৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্স করা রিভলবার রাখেন।
কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।