শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
25 C
Dhaka

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা

spot_img

ভিডিও

- Advertisement -

রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে।


ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।। তাকে ছাড়িয়ে নিতে তার অনুসারীরা থানায় হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ থেকে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


জানা গেছে, আটক মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন মিথুনের সমর্থকরা। পরে ছাত্রদল নেতা মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেন ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।


আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক গণমাধ্যমকে বলেন, পুলিশের গাড়ি থেকে ওই ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিলো। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন। হামলায় জড়িতের সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও