স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল সংসদ ভোট পেছানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সুষ্ঠু ভোটের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান তাদের। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান নেতারা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে। এ সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়া হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরেই নির্বাচন দেন।
আর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদনি ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি তার।
জয়নুল আবদনি ফারুক বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করবো না।
এদিকে সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমাজিক, রাজনৈতিক ও ছাত্রসমাজের বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা জানানো শেষে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ছাড়া শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। দেশে আর কখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলেও জানান তিনি।
জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে: বিএনপি
