বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
28 C
Dhaka

দুর্নীতিগ্রস্থদের সরিয়ে বিসিবি, বাফুফেতে সংস্কার চাইলেন আমিনুল

আরো পড়ুন

- Advertisement -

এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সংস্কারের দাবি উঠছে। গত ১৫ বছর ধরে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে আঁকড়ে বসে থাকা আওয়ামী পন্থী সংগঠকদের সরিয়ে দেওয়ার কথা উঠেছে জোরেশোরে। আজ বুধবারও জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট, ফুটবলকে রাজনীতি মুক্ত করার আহ্বান জানালেন গত ১৫ বছরে ক্রীড়াঙ্গনে পদ-বঞ্চিতরা।

এই পদ-বঞ্চিতদের মধ্যমণি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও রাজনৈতিক দল বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবীর খোকন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালামসহ পরিচিত-অপরিচিত অসংখ্য মুখ।

সবার দাবী ছিল একটাই; ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করা এবং আওয়ামী পন্থী সংগঠকদের সরিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) থেকে সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করে সংস্কার দাবী করে আমিনুল বলেন, ‘বাফুফেতে স্বৈরাচারী কায়দায় যারা চেয়ার দখল করে আছেন, তাঁদের রেখে বাংলাদেশে ফুটবল উন্নয়ন হবে না। ফিফার নিয়ম রক্ষা করে একটা পথ বের করতে চাই। এখন যারা আছেন, তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তারপর অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে আমরা নির্বাচনে যেতে চাই’

আমিনুল আরও বলেন, ‘আওয়ামীপন্থীরা অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশের সব কটি ক্রীড়া ফেডারেশনে এমনভাবে দলীয়করণ ও রাজনৈতিকীকরণ করেছে, এখনো সব জায়গাতেই আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। যারা স্বৈরাচারী কায়দায় রাজনৈতিকীকরণ করেছে, মাঠের ক্রীড়া সংগঠকদের বঞ্চিত করেছে, এমন লোকগুলোকে আমরা আর ফেডারেশনে দেখতে চাই না। আমরা ক্রীড়াঙ্গনেও সংস্কার চাই, জাতীয় ক্রীড়া পরিষদের সর্বোচ্চ সংস্কার চাই।’

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Click to Call Call Now

সর্বশেষ