জাতিসংঘে দেখা না হলেও আগামী নভেম্বরে থাইল্যান্ডে আয়োজিত বিমসটেকের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্ক সফর করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী মোদিও এ সময় অধিবেশনে ছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির গণমাধ্যমকে জানান, সময় না মেলায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়নি।
এর আগে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোদি এই বৈঠক করতে রাজি ছিলেন না। এ বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিউইয়র্ক থেকে চলে যাচ্ছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখনও এখানে নেই, তাই এই উপলক্ষ্যে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।’