বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
28 C
Dhaka

‘নারী চিকিৎসকের মৃত্যু’ নিয়ে টালিপাড়ায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ

আরো পড়ুন

- Advertisement -

সরকারি হাসপাতাল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। নিজ কর্মস্থলে নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঝড় তুলেছে ভারতীয় নাগরিক ও টালিপাড়ার তারকাদের হৃদয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনা নারীদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। যা অনেকেই মেনে নিতে পারছেন না।

boishakhinewsj 6
boishakhinewsj 6

এরইমধ্যে টালিউডের একাধিক সেলিব্রেটি এ ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সংবাদমাধ্যমে জানিয়েছেন নিজেদের মন্তব্য।

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার ইনস্টাগ্রাম পোস্টে ‘মেয়েরা রাত দখল করো’ শিরোনামে বুধবার (১৪ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে দেশের মেয়েদের যাদবপুর অ্যাকাডেমি কলেজ স্ট্রিটে জড়ো হওয়ার ডাক দিয়েছেন।

1723577509 police
1723577509 police

পরিচালক কমলেশ্বর বলেন, ‘ভয় নয়, ক্রোধ জন্মাচ্ছে। এই অঘটন কেবল এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নয়। সমগ্র নারী জাতির অপমান। এই অপমানের বিচার চাই।’

পরিচালক অরিন্দম শীল বলেন, ‘কেবলই মনে হচ্ছে, একটা আলাদা বিশ্রামাগার থাকলে এই ঘটনাটাই হয়তো ঘটত না। আমাদের সরকারি হাসপাতালে এত কিছু রয়েছে। মেয়েদের জন্য একটা পৃথক বিশ্রামাগারও যে প্রয়োজন, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল।’

রুদ্রনীল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‌‘পালানো তো যাবে না স্যার, দেখা তো হবেই পথেঘাটে বা আদালতে! মানুষ তো ছাড়বে না একটাকেও, ঠিক ধরা হবে হাতে নাতে।’

2000
2000

গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলেন, সকালে ঘুম থেকে উঠেই আমার বাবার হোয়াটসঅ্যাপ মেসেজ দেখি। মেসেজে বাবা লিখেছেন, মা, তোমার গান ওরা (মৃত নারী চিকিৎসক ও তার বাগদত্তা চিকিৎসক স্বামী) শুনতেন। তোমার পথে নামা উচিত।

বিদেশে অবস্থানরত দেব ফেসবুকে লিখেছেন, মৃতার পরিবারের পাশে আছি। দ্রুতই যেন মৃতা এবং তার পরিবার ন্যায্য বিচার পান।

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Click to Call Call Now

সর্বশেষ