পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাস নিয়েই ভারত সফর করে বাংলাদেশ দল। তবে প্রতিবেশী দেশটিতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে চিত্র বদলে যায় টাইগাররদের। এবার উল্টো হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে।
অথচ দুই টেস্টেই সাবলীল ব্যাট করেছে ভারত। উইকেটে যে ‘জুজু’ ছিল না সেটা দেখা গেছে কানপুর টেস্টের পঞ্চম দিনেও। সাদমান ইসলামের সঙ্গে ভালোই ব্যাট করছিলেন শান্ত। তার অহেতুক রিভার্স সুইপ খেলে আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ৩ রানে বাংলাদেশ হারায় শীর্ষ সারির চার ব্যাটারকে।
সেই শান্ত ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন মোটাদাগে। নিজেদের ব্যাটিং নিয়ে শান্ত বলেছেন, ‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন – আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।’
কানপুরে বাংলাদেশের প্রথম ইনিংসে মুমিনুলের ১০৭ রানের ইনিংস ও মিরাজের বোলিংয়ের প্রশংসা করে নাজমুল বলেন, ‘মুমিনুল এই ইনিংসে যেভাবে ব্যাট করেছে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছে।’
কানপুর টেস্টে প্রথম দিনে দেড় সেশনের বেশি সময় ও পরের দুই দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। টেস্ট ক্রিকেটে দুই দিনে ৯০ ওভার করে মোট ১৮০ ওভার ধরলে কানপুরে খেলা দুই দিনও হয়নি। এর মধ্যে বাংলাদেশের এমন হার ভুলে যাওয়ার মতোই।