হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতের দক্ষিণী অভিনেতা রজনীকান্তকে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ’থালাইভা’ খ্যাত অভিনেতা রজনীকান্তের অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন এই অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে সোমবার রাত থেকেই।
জানা গেছে, সোমবার পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছর বয়সি এই অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন।
ব্যথা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে। জানা গেছে, মঙ্গলবার সকালে তার হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হয়।