বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
29 C
Dhaka

ফারহানের দুর্দান্ত সেঞ্চুরি, পেশওয়ারকে গুঁড়িয়ে দিল ইসলামাবাদ

spot_img

ভিডিও

- Advertisement -

সাহিবজাদা ফারহানের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান সুপার লিগে সোমবার রাতে রানের পাহাড় গড়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। সেই পাহাড়ে চাপা পড়ে চ্যাপ্টা হয়েছে পেশওয়ার জালমি। ১০২ রানের বিশাল ব্যবধনে ইসলামাবাদের কাছে হেরেছে পেশওয়ার।

প্রথমে ব্যাট করে ইসলামাবাদ ইউনাইটেড ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ২৪৩ রানের বিশাল সংগ্রহ। জবাব দিতে নেমে মোহাম্মদ হারিসের ৮৭ রান সত্ত্বেও ১৮.২ ওভারে ১৪১ রানেই অলআউট হয়ে যায় পেশওয়ার জালমি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ ইউনাইটেড। শুরুতেই ওপেনার আন্দ্রিস গউস রানআউট হয়ে যান কোনো রান না করেই।

৯ রানে প্রথম উইকেট হারানোর পর ১৪৪ রানের বিশাল জুটি গড়ে তোলেন সাহিবজাদা ফারহান ও কলিন মুনরো। ২৭ বলে ৪০ রান করে আউট হন কলিন মুনরো। ১৪তম ওভারে দলীয় ১৬০ রানের মাথায় আউট হন সাহিবজাদা ফারহান। ৫২ বলে ১০৬ রান করেন তিনি। ১৩টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার ছিল তাতে।

এরপর সালমান আগা ১৫ বলে ৩০ রান করে আউট হন। জেসন হোল্ডার করেন ১১ বলে ২০ এবং ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন বেন দারসুইস। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে ইসলামাবাদ ইউনাইটেড।

জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একা একাই লড়াই করলেন মোহাম্মদ হারিস। চার নম্বরে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৮৭ রান করেন তিনি। ১২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। বাকিরা দাঁড়াতেই পারেনি ইসলামাদের বোলারদের সামনে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান ছিল হুসাইন তালাতের।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও