শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩

বঙ্গবন্ধু হত্যাকান্ড : বিশ্বনেতাদের তীব্র প্রতিক্রিয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর সেসময় সেই অর্থে দেশে নিন্দা ও প্রতিবাদ না হলেও বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছিল। বিশ্ব নেতারা জানিয়েছিলেন তীব্র নিন্দা। সেসময় আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ ফলাও করে প্রচার করা হয়। পাঠকদের জন্য তুলে ধরা হলো-

 

* তোমরা আমারই দেওয়া অস্ত্র দিয়ে মুজিবকে হত্যা করেছ। আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি-মিশরের  প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।

 

* শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা সাহস পর্যন্ত পায়নি – বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫। 

- Advertisement -

 

* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক । তাই তিনি অমর-সাদাম হোসেন।

 

* শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহা নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে – ফিদেল ক্যাস্ত্রেও। 

 

* আপসহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য – ইয়াসির আরাফাত।

 

* মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে-কোনো জঘন্য কাজ করতে পারে – নোবেল বিজয়ীউইলিবান্ট। শেখ মুজিবুর রহমান ভিয়েতনামি জনগণকে অনুপ্রাণিত করেছিলেন – কেনেথা কাউণ্ডা।

 

 * শেখ মুজিব নিহত হওয়ার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহাননেতা ছিলেন। তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকারজনগণের জন্য প্রেরণাদায়ক ছিল – ইন্দিরা গান্ধী। 

- YouTube -

 

* বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে- জেমসলামন্ড, ব্রিটিশ এমপি

 

* শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব-ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

 

* মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না-ফিন্যান্সিয়াল টাইমস।

 

* যিশু মারা গেছেন। এখন লাখ লাখ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। একদিন মুজিবই হবেন যিশুর মতো-আকাশবাণী, কলকাতা।

 

* বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে-ডেইলি টেলিগ্রাফ।

 

* শেখ মুজিবুর রহমানের মতো তেজি এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না-হেনরি কিসিঞ্জার।

 

 * টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবর একদিন সমাধিস্থলে রূপান্তরিত হবে এবংবাঙালির তীর্থস্থানের মতো রূপলাভ করবে-আবদুল হামিদ খান ভাসানী।

 

* শেখ মুজিব সরকারিভাবে বাংলাদেশের ইতিহাসে এবং জনসাধারণের হৃদয়ে উচ্চতম আসনে পুনঃপ্রতিষ্ঠিত হবেন। এটা শুধু সময়ের ব্যাপার। এটা যখন ঘটবে, তখন নিঃসন্দেহে তার বুলেট-বিক্ষত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মারকচিহ্ন এবং তার কবরস্থান পুণ্যতীর্থে পরিণত হবে-বঙ্গবন্ধু হত্যার পর ঢাকায় সংবাদ কভার করতে এসে বিমানবন্দর থেকে জোর করে ফেরত পাঠানো সাংবাদিক ব্রায়ান ব্যারন লন্ডনে ফিরে লিখেছিলেন।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

  • সাবস্ক্রাইব করুন তথ্যবহুল সত্য খবরের জন্য 

    You are our valued subscriber. We send weekly newsletter. NO SPAM

আরও পড়ুন

বঙ্গবন্ধু হত্যাকান্ড : প্রথম প্রতিবাদের নেপথ্যে

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রাক প্রস্তুতিতে আরো অনেক নেপথ্য ঘটনা...

১৫ই আগস্ট দিনটিতে বঙ্গবন্ধুর যা করার কথা ছিল

জাতির জনক, রাষ্ট্রপ্রতিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে বঙ্গবন্ধু শেখ...

ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল কে?

আচ্ছা বছরের পর বছর যার বউকে তুলে নিয়ে যাবার...

বঙ্গবন্ধু হত্যাকান্ড : দুই বোনের নির্বাসিত জীবন

হাজার বছরের পরাধীন জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে...

বঙ্গবন্ধুকে যেভাবে বাঁচানো যেত

হত্যাকান্ডের দিনে এবং সময় ঢাকা ক্যান্টনমেন্টে স্টেশন কমান্ডার ছিলেন...

বঙ্গবন্ধু হত্যাকান্ডঃ ষড়যন্ত্রের নীলনকশা

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে...