বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
28 C
Dhaka

বাংলাদেশ ক্রিকেট কি আসলেই তলাবিহীন ঝুড়ি ?

আরো পড়ুন

- Advertisement -

বিশ্বকাপে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ টিমের গেম প্ল্যান। ভারতের বিপক্ষে ম্যাচে দুশো রান চেজ করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা নিয়ে প্রশ্ন উঠেছে। কথা উঠছে আফগানিস্তানের সাথে ১১৬ রান টার্গেট তাড়া করা, ১২ ওভার ১ বলের মধ্যে সেটা চেজ করে সেমিফাইনাল খেলার চেষ্টা..না করা নিয়ে। কিন্তু কে বা কারা ঠিক করছে এহেন গা বাঁচানো কৌশল কিংবা পরিকল্পনা সাজানোর কাজ?

সেরা ক্রিকেট কাঠামোয় সচরাচর গেম প্ল্যান ঠিক করার কাজটা করা হয় কোচ, ক্যাপ্টেন আর সিনিয়র কিংবা গুরুত্বপূর্ণ ক্রিকেটার সমন্বয়ে। ভারত ম্যাচে হারের পর সাকিব আল হাসান স্পষ্ট করে দিয়েছেন তিনি টিমের থিংক ট্যাংকের একজন নন। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে শুধু সাকিব একা নন, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞও বাংলাদেশ টিমের গেম প্ল্যানের অংশ নন। মূলত ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত আর হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেই ঠিক করছেন টস জিতলে কি করবেন, ব্যাটিং পরিকল্পনা কি হবে, কি কৌশলে রান তাড়া করবে টিম।

শ্রীলঙ্কান চান্ডিকা হাথুরুসিংহে প্রচন্ড কর্তৃত্বপরায়ন চরিত্র..বাংলাদেশের ক্রিকেটের অন্দর মহল থেকে বিভিন্ন সময় বারবার এমন আওয়াজ উঠে এসেছে। অতীতে অ্যালান ডোনালড সহ কোচিং স্টাফদের বড় অংশ সরে গেছেন বা চলে যেতে বাধ্য হয়েছেন, তার বাড়াবাড়ি রকমের খবরদারিতে। কাজেই গেম প্ল্যানে ক্যাপ্টেন নাজমুল শান্তর ইনপুট আসলেও কতোটা থাকে…সেটা যৌক্তিক কারণে সংশয়ের দাবিদার। বয়সে তরুণ হবার কারণে, টিমে সেরা পারফরমারদের একজন না হওয়ার কারণে…হাথুরসিংহে মূলত একাই গেম প্ল্যান বানান, এমন সম্ভাবনাই বেশি।

এখন প্রশ্ন আসে জয়ের জন্য চেষ্টাই না করা, সম্মানজনক হারটাই লক্ষ্য, এমন গেম প্ল্যান কেন সাজান হাথুরুসিংহে? এ সংক্রান্ত দুটো আলোচনা আছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। হাথুরুকে দ্বিতীয় মেয়াদে কোচ বানানোর পর বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন রকিবুল দাবি করেছিলেন, এই শ্রীলঙ্কান কোচিংয়ের আড়ালে স্পট ফিক্সিংয়ের কাজ করেন। তার সেই বক্তব্য সেসময় ব্যাপক আলোড়ন তৈরী করে। বিসিবি তাকে শোকজও করেছিল। প্রমাণ ছাড়া কোন অভিযোগের সত্যতা নেই, তবে বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান যেহেতু বিসিবি সম্পর্কিত বিভিন্ন কাজেও জড়িত, খুব ভেতর থেকে জানেন কি চলে ওখানে। মোদ্দা কথা…হাথুরুসিংহেকে নিয়ে একটা অবিশ্বাস-আস্থার অভাব আছে কোথাও না কোথাও।

ষড়যন্ত্র তত্ত্ব এড়িয়ে যদি নিখাদ পেশাদারিত্বের দৃষ্টিকোন থেকে দেখলে, দায় যতোটা হাথুরুর ততোটা বিসিবিরও। ক্রিকেট বোর্ডের সাথে তার নিশ্চই কোন বোঝাপড়া আছে। টি টোয়েন্টি বিশ্বকাপে তার ওস্তাদিতে হয়তো সেকেন্ড রাউন্ডে খেলাটাই ছিল চাওয়া। ‘টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার পর কাজ হয়েছে! এরপর যা পাব, তার সবই বোনাস!’ হাথুরুসিংহের সাম্প্রতিকের সেই আলোচিত বক্তব্যে আছে বিসিবির চাওয়ার প্রতিফলন।

এতো বছর ধরে ক্রিকেট খেলার পরও টার্গেট পরের রাউন্ডে যাওয়া, কিংবা পরের বিশ্বকাপে ভালো করা…এই বেরাম সম্ভবত কিছুতেই কাটবার নয়। সঠিক গেম প্ল্যানবিহীন ক্রিকেটের জন্য দোষটা হাথুরুসিংহের যতোটা, তার চাইতে বেশি দায় সম্ভবত বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার। যে বোর্ডের সঠিক ক্রিকেট প্ল্যানই নেন, সেদেশের গেম প্ল্যান ঠিক থাকবে কি করে? অন্ধের দেশে আয়না বিক্রি হয় না, স্বপ্নহীন ক্রিকেট কাঠামোয় স্বপ্ন ছোয়া যায় না।

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Click to Call Call Now

সর্বশেষ