ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফের সূচি হয়েছে কয়েক মাস আগেই। কিন্তু টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কোচ ফুটবলারদের হাতে পেয়েছেন মাত্র দুই সপ্তাহ আগে। সব ঠিক থাকার পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) ঢিলেমিতে খানিকটা বিরক্তই হলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক।
সাফে খেলতে আগামী শুক্রবার নেপাল যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুবারা। ১৮ আগস্ট থেকে শুরু হওয়া ৬ দলের সাফে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই দলে আছে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। ২০ আগস্ট শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন।
সাফের আগের এই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ। মাত্র দুই সপ্তাহের অনুশীলনেই শিরোপার স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ মারুফুল। আজ বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার দলে প্রায় সবাই বিপিএল ফুটবল, বিসিএল ফুটবলে খেলেছে। এবারের বিপিএল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। সেজন্যই আমার মনে হচ্ছে এবার ভালো কিছু করা সম্ভব।’
তবে দুই সপ্তাহের অনুশীলনে শিরোপার আত্মবিশ্বাস কিভাবে আসছে মারুফুলের? এত দেরি দল পাওয়ার পেছনে ব্যাখ্যাটাই বা কী-এমন প্রশ্নে বিরক্তি নিয়ে মারুফুল বললেন, ‘এরকমই চলে আসছে এখানে(বাফুফে)। এ নিয়ে অনেক অভিযোগ আছে, আমারই লিখিত অভিযোগ আছে। অনেক কথা বলেছি আমরা এ নিয়ে। কিন্তু আমরা এ থেকে বের হতে পারছি না।’