শুধু অনিল কুম্বলে নয়; শেষ মুহুর্তে এত পরীক্ষা-নিরীক্ষায় টিম ম্যানেজমেন্টের ওপর বিরক্ত খোদ ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকও। সাবেক অধিনায়ক আকরাম খানের মতে, আরও আগেই কম্বিনেশন ঠিক করা উচিত। এশিয়া কাপ-বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য বছর দুয়েক আগে থেকে দল সেট করে ফেলতে হবে। এক্সপেরিমেন্টটা পাঁচ-ছয় মাস আগে করলে ঠিক ছিল। শেষ মুহূর্তে এসে করলে দলের শক্তিটা কমে যায়।’ কিন্তু এসব এক্সপার্টদের মতামত যেন গায়েই মাখে না কর্তৃপক্ষ।
তবে এই এক্সপেরিমেন্ট কিন্তু নতুন নয়। যুগ যুগ ধরেই এটি চলে আসছে। এ যেন ইতিহাসেরই ধারাবাহিকতা। মাঠের খেলায় ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও এক্ষেত্রে অদ্ভুত ধারাবাহিকতা বজায় রাখছে বাংলাদেশ। সেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিটি বিশ্বকাপেই বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষ মুহুর্তেই কেন যেন সবকিছু রদবদল!
১৯৯৯ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেও দলে জায়গা পাননি তখনকার অন্যতম সেরা ব্যাটার মিনহাজুল আবেদিন নান্নু। বিষয়টি নিয়ে তুমুল প্রতিক্রিয়ার এক পর্যায়ে তখনকার প্রধান নির্বাচককে সরে দাঁড়াতে হয়। পরে বিশ্বকাপ দল থেকে কিপার ব্যাটার জাহাঙ্গীর আলমকে ইনজুরির কারণ দেখিয়ে বাদ দিয়ে যুক্ত করা হয় নান্নুকে। আর দলে আসা নান্নু বিশ্বকাপে এনে দেন বাংলাদেশের প্রথম জয়।
এরপর ২০০৩ বিশ্বকাপে সিনিয়র কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়। তারমধ্যে অন্যতম ছিলেন আকরাম খান। তার বাদ পড়াতেও হইচই কম হয়নি। সেবার সব ম্যাচ হেরে দেশে ফেরে বিপর্যস্ত খালেদ মাসুদ পাইলটের দল। আবার ২০০৭ বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলটকে বাদ দেয়া হয়। অথচ তখনো পর্যন্ত দেশের সেরা উইকেটকিপার ছিলেন তিনি। তবে ব্যাটে রানের দেখা না পাওয়া তাকে বাদ হয়! কিন্তু আগে থেকে নয় কেন? বিশ্বকাপের মত বড় মঞ্চে কেন হঠাৎ করে সিদ্ধান্ত!ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিলো দলের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজার। তবে ইনজুরির কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়। এরপর ১৫ আর ১৯ বিশ্বকাপে বড় কোন বিতর্ক না হলেও রদবদল নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সবশেষ ২০২৩ বিশ্বকাপের নাটকীয়তা আগের সব কিছুকে হার মানিয়েছে। আড়াই মাস আগেও যিনি ছিলেন দলের অধিনায়ক সেই তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ। তাও বিশ্বকাপ যাত্রার আগের দিন রাতে জানানো হয় দল।
আসলে বারবার বাংলাদেশ দলেই কেন এমন হয়? তার উত্তর কি কারো জানা আছে! এবারও টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে বিলম্ব করেছে বিসিবি। একদম শেষ মুহুর্তে এসে দল ঘোষণা করা হয়েছে। অথচ বিশ্বের অধিকাংশ দল আগেই সেরে ফেলেছে কাজটি। কিন্তু বাংলাদেশ এবারও ইতিহাসের পুনরাবৃত্তি করতে ভুল করেনি। আর এভাবেই অপরিকল্পিতভাবে এগিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট। যার ফলাফল বিশ্বমঞ্চ থেকে বার বার ব্যার্থ হয়ে ফিরে আসা।