একজন করদাতা আলোচ্য করবর্ষে আয়কর রিটার্ন পূরণ এবং রিটার্নের সাথে জমাকালীন সকল তথ্য প্রমাণাদি (প্রযোজ্য ক্ষেত্রে) জমা করতে হবে, নিম্নে তাঁর একটা চেকলিস্ট দেয়া হলো:
• পুরাতন করদাতা হলে পূর্বের বছর প্রদত্ত রিটার্ন এর পূর্ণাঙ্গ ফটোকপি (নতুন করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি (৫ বছর অন্তে সাম্প্রতিক তোলা
রঙিন ছবি জমা দিতে হয়) (প্রথম বারের ক্ষেত্রে প্রযোজ্য)।
২। TIN Certificate এর ফটোকপি (প্রথম বারের ক্ষেত্রে প্রযোজ্য)।
৩। NID (ভোটার/জাতীয় পরিচয় পত্র) বা Passport এর ফটোকপি (প্রথম বারের ক্ষেত্রে প্রযোজ্য)।
৪। মোটরযানের প্রমাণাদি (এ বছর নতুনভাবে ক্রয়/বিক্রয় হলে)।
৫। স্বর্ণালংকার বা গহনার তথ্যাদি (এ বছর নতুনভাবে ক্রয়/বিক্রয় হলে)।
৬। আসবাব পত্রের তথ্যাদি (এ বছর নতুনভাবে ক্রয়/বিক্রয় হলে)।
৭। ইলেক্ট্রনিক্স সামগ্রীর তথ্যাদি (এ বছর নতুনভাবে ক্রয়/বিক্রয় হলে)।
৮। পারিবারিক ব্যয় সংক্রান্ত তথ্যাদি।
৯। কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত, অন্যান্য প্রাপ্তি বা ঋণ ও দান ইত্যাদি (এ বছর নতুনভাবে লেনদেন হয়ে থাকলে)।
১০। স্বামী/স্ত্রীর (Spouse) এর নাম স্পষ্ট অক্ষরে।
১১। ছেলে/মেয়ের সংখ্যা ও বয়স।
১২। নিয়োগকর্তা প্রদত্ত বাৎসরিক বেতন সনদ (Salary Certificate) ।
১৩। সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিস হতে সঞ্চয়পত্রসমূহ থেকে প্রাপ্ত মুনাফা/সুদ এর বার্ষিক বিবরণি বা Statement ।
১৪। কোন ফ্ল্যাট বা বাড়ি ভাড়া হতে প্রাপ্ত মাসিক/বাৎসরিক আয়ের হিসাব ও ভাড়া চুক্তির দলিল।
১৫। কৃষি সম্পত্তি হতে প্রাপ্ত মাসিক/বাৎসরিক আয়ের হিসাব ও দলিল।
১৬। ব্যবসা বা পেশা হতে প্রাপ্ত বাৎসরিক (আনুমানিক) আয় ও চলতি হিসাব বৎসরে প্রথম/নতুন মূলধন বিনিয়োগের (আনুমানিক) হিসাব বিবরণী।
১৭। স্থায়ী/স্থাবর সম্পত্তি (এ বছর নতুনভাবে ক্রয়/বিক্রয় হলে) ক্রয় মূল্যের হিসাব এবং বিক্রয় মূল্যের হিসাব।
১৮। অন্যান্য প্রাপ্তি (যদি চলতি বছরে হয়ে থাকে) পূর্বের ভুলে যাওয়া আয়/লটারি হতে আয়। বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রতি বছর দিতে হবে।
১৯। চলতি বছরে প্রদত্ত লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২০। চলতি বছরে প্রদত্ত অ্যানুইটি ফান্ডের চাঁদা বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২১। চলতি বছরে নিজ প্রদত্ত প্রভিডেন্ট ফান্ডে চাঁদার বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২২। চলতি বছরে নিজ প্রদত্ত পরিপূরক ফান্ডে চাঁদার বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২৩। চলতি বছরে শেয়ার মার্কেটে নতুন/বাড়তি বিনিয়োগ পোর্টফলিও (যদি থাকে)।
২৪। চলতি বছরে কোন পেনশন স্কিমে প্রদত্ত চাঁদার বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২৫। চলতি বছরে গ্রুপ ইন্স্যুরেন্সে প্রদত্ত চাঁদার বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২৬। চলতি বছরে সরকার অনুমোদিত যাকাত ফান্ডে দানের বিবরণী বা মানী রিসিপ্ট (যদি থাকে)।
২৭। সকল ব্যাংক হিসাব (ঋণ, সঞ্চয়, চলতি, এফডিআর ইত্যাদি) ব্যাংক বিবরণী ও ঋণ:মঞ্জুর (Sanction letter) পত্র ১লা জুলাই ২০২০ হতে ৩০ শে জুন ২০২১ পর্যন্ত (যদি থাকে)।
২৮। ব্যবসায় হিসাব বৎসরে প্রথম/নতুন মূলধন বিনিয়োগের (আনুমানিক) অঙ্ক ও ব্যবসায়ের ধরন (যদি থাকে)।
২৯। কোন কোম্পানি বা কোম্পানিসমূহের পরিচালক হলে কোম্পানির নাম, শেয়ারের সংখ্যা, প্রতি শেয়ার এর ক্রয় মূল্য।
৩০। চলতি বৎসরে ব্যাংক বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান হতে অথবা অন্য কোন ব্যক্তি থেকে ঋণ নেয়ার প্রমাণ পত্রের ফটোকপি। চলতি বৎসরে ঋণ পরিশোধ এর প্রমাণ পত্রের ফটোকপি। প্রয়োজনে অন্যান্য কাগজপত্র।
৩১। চলতি বৎসরে ক্রয় করা মোটরযান এর, মানী রিসিপ্ট, ব্লু বুক ও চলতি বৎসরে প্রদত্ত বিআরটি এর ট্যাক্স টোকেন।
৩২। চলতি বৎসরে শেয়ার, প্রাইজ বন্ড, অন্যকে ঋণ দেওয়ার বিবরণী ও প্রমাণ পত্রের ফটোকপি।
৩৩। চলতি বৎসরে ক্রয় করা বা বিক্রয় করা সকল সম্পত্তির/ফ্ল্যাট দলিল/বায়না/ নকল এর ফটোকপি।
৩৪। পিতা মৃত হলে পিতার রেখে যাওয়া ভিটা ও ফসলি জমির পরিমাণ আলাদা আলাদা উল্লেখ করুন, আপনার ভাই (আপনিসহ) এর সংখ্যা, আপনার বোন (আপনিসহ) এর সংখ্যা, মায়ের সংখ্যা।