শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
22 C
Dhaka

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

spot_img

ভিডিও

- Advertisement -

ভারতের মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।


এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।


এতে বলা হয়, অস্ত্র কারখানায় বিস্ফোরণের পর উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানানো হয়েছে।


ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এ তথ্য নিশ্চিত করে বলেন, রিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও চিকিৎসাকর্মীরা সেখানে রয়েছেন। এ ঘটনায় কারখানার এলটিপি বিভাগে ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন।


প্রাথমিক অবস্থায় একজনকে মৃত এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে।


বিস্ফোরণের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, রাজ্যের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। নাগপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও