শনিবার, অক্টোবর ৫, ২০২৪
27 C
Dhaka

ভারত সফরে ইনজুরিতে থাকা এবাদত

ভিডিও

- Advertisement -

জাতীয় দলের পেসার এবাদত হোসেন টি-২০ দলের সঙ্গে ভারত সফরে গেছেন। গত বছরের জুনে ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে মাঠের বাইরে আছেন। তাকে সিরিজের অংশ হিসেবে নয় বরং সেরে ওঠার পক্রিয়ার অংশ হিসেবে ভারতে নেওয়া হচ্ছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্ট যাতে তার ইনজুরি কাটিয়ে ওঠার পক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে সেজন্য দলের সঙ্গে ভারতে পাঠানো হয়েছে। এবাদত হোসেন এসিএল ইনজুরিতে আছেন।’

নাফিজ বলেন, ‘এবাদত দলের সঙ্গে ভারতে যাচ্ছে। যাতে পুনর্বাসন কার্যক্রম ঠিকভাবে চালিয়ে নিতে পারে। যেহেতু টাইগার প্রোগ্রাম বন্ধ আছে, খেলোয়াড়রা প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য দলে যোগ দিয়েছে। এবাদত দলের সঙ্গে যাচ্ছে। যাতে বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ও নাথান কাইল (ট্রেইনার) তার অবস্থা বুঝতে পারেন।’

বাংলাদেশ আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথটি খেলতে নামবে। ৯ ও ১২ অক্টোবর খেলবে সিরিজের বাকি দুই টি-২০।

টেস্ট সিরিজ চলাকালীন টি-২০ দলের শরিফুল, মুস্তাফিজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানজিদ তামিমরা অনুশীলন করেছেন। যাওয়ার আগে অনুশীলন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন শরিফুল।

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

Click to Call Call Now