শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
22.8 C
Dhaka

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিনের সিদ্ধান্ত ১৮ আগস্ট

spot_img

ভিডিও

- Advertisement -

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক এসপি বাবুল আক্তার জামিনের আদেশের দিন ১৮ আগস্ট তারিখ দিন ধার্য্য করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রামের ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ জামিন শুনানি হয়। পরে আদালত ১৮ আগস্ট আদেশের জন্য রাখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।

তিনি জানান, ‘আমরা সাবেক এসপি বাবুল আক্তারের পক্ষে জামিনের আবেদন করেছিলাম। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের শুনানিতে আদালত উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। আদালত আমাদের যুক্তিও শুনেছেন। দীর্ঘ শুনানি শেষে আগামী ১৮ আগস্ট তার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য্য করা হয়েছে।’

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে।

স্ত্রী খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে।

গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাকে স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার করা হয়। এরপর থেকে বাবুল আক্তার কারাগারে রয়েছেন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও