মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
29 C
Dhaka

মুক্তিযুদ্ধঃ ৭নং সেক্টর

আরো পড়ুন

- Advertisement -

মুক্তিযুদ্ধের সময় রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ ইপিআর সৈন্যদের নিয়ে গঠিত হয় ৭ নং সেক্টর। এই সেক্টরে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালিত হয় ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে। মেজর নাজমুল হক সেক্টর কমান্ডার ছিলেন এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান। বালুরঘাটের নিকটবর্তী তরঙ্গপুরে হেডকোয়ার্টার ছিল। আড়াই হাজার নিয়মিত সৈন্য ও সাড়ে বারো হাজার গেরিলা সৈন্যের সমন্বয়ে প্রায় ১৫ হাজার মুক্তিযোদ্ধা এই সেক্টরে যুদ্ধ করেন।

৭ নম্বর সেক্টরের সফল অভিযানগুলো হচ্ছে জুন মাসে মহেশকান্দা ও পরাগপুর এবং আগস্ট মাসে মোহনপুর থানা আক্রমণ। পাকিস্তানি বাহিনীর উপর হামজাপুর সাব-সেক্টরের কয়েকটি অতর্কিত আক্রমণ ও পার্বতীপুরের কাছে একটি ট্রেন বিধ্বস্ত।

এই সেক্টরের আটটি সাব-সেক্টর কমান্ডারদের নাম হচ্ছে: 

মালন

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

তপন

-মেজর নজমুল হক

মেহেদীপুর

-সুবেদার ইলিয়াস এবং

-ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

হামজাপুর

-ক্যাপ্টেন ইদ্রিস

আঙ্গিনাবাদ- একজন গণবাহিনীর সদস্য

শেখপাড়া

-ক্যাপ্টেন রশীদ

ঠোকরাবাড়ি

-সবেদার মোয়াজ্জেম

লালগোলা

-ক্যাপ্টেন গিয়াসউদ্দিন চৌধুরী

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Click to Call Call Now

সর্বশেষ