শনিবার, জুন ১০, ২০২৩

অস্থায়ী সরকার গঠন

- Advertisement -

ক. সরকার গঠন

- Advertisement -

১৯৭১ সালের ১০ই এপ্রিল আওয়ামী লীগের নির্বাচিত গণপ্রতিনিধিদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার একটি সাংবিধানিক ঘোষণা দেওয়া হয়, যা পূর্বেই উল্লেখ করা হয়েছে। একই ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি সরকার গঠনের কথা বলা হয়। সৈয়দ নজরুল ইসলামকে এ সরকারের উপরাষ্ট্রপতি করা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর ওপর রাষ্ট্রপতির দায়িত্ব ন্যস্ত হয়। ১৭ই এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় আওয়ামী লীগের নির্বাচিত গণপ্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি বহুসংখ্যক সাংবাদিক, বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ওই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙালির জাতীয় ইতিহাসে এ ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের গঠন ছিল নিম্নরূপ—

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক           : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উপরাষ্ট্রপতি/অস্থায়ী রাষ্ট্রপতি                             :  সৈয়দ নজরুল ইসলাম

প্রধানমন্ত্রী                                                    :  তাজউদ্দীন আহমদ

পররাষ্ট্রমন্ত্রী                                                  : খন্দকার মোশতাক আহমদ                         

অর্থমন্ত্রী                                                      : ক্যাপ্টেন এম মনসুর আলী

স্বরাষ্ট্রমন্ত্রী                                                    : এ এইচ এম কামারুজ্জামান

খ. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু

১৯৭১ সালের ১৭ই এপ্রিল থেকে মেহেরপুরের বৈদ্যনাথতলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধ চলাকালীন এ স্থান ছিল বাংলাদেশ সরকারের রাজধানী। আর এই সরকারের অধীনেই পরিচালিত হয় ৯ মাসের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ সংগঠনেও বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল একটি অনিবার্য, অপরিহার্য উপাদান ।

তাই ওই সময় পশ্চিম পাকিস্তানে বন্দি থাকা সত্ত্বেও তাঁর নামেই মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে শপথ নিতেন। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ চলে। অনুপস্থিতি সত্ত্বেও বঙ্গবন্ধুকেই প্রধান করে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন করা হয়েছিল।

- Advertisement -
spot_img

Latest articles

Related articles

spot_img