১৯৫৪ সালের ২রা এপ্রিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে পূর্ববংগ আইন পরিষদে নির্বাচিত যুক্তফ্রন্ট সদস্যদের পার্লামেন্টারী সভায় শেরে বাংলা একে ফজলুল হককে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচন করা হয়। ৩ রা এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করা হয়। শেরে বাংলার সাথে আর যারা শপথ গ্রহণ করলেন তারা হলেন, জনাব আবু হোসেন সরকার, জনাব আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া।