এক সময়ে ভারতের ছোট পর্দার আকর্ষণ ছিল ধারাবাহিক ‘শক্তিমান।’ সেই ধারাবাহিক ছবির আকারে তৈরি হচ্ছে। ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। কয়েক বছর আগে এই খবরই জানা গিয়েছিল। কিন্তু, কাল হলো রণবীরের উন্মুক্ত ফোটোশুট? সেই ফোটোশুট দেখে চটে গিয়েছিলেন স্বয়ং ‘শক্তিমান’ তথা মুকেশ খান্না। তার আপত্তিতেই কী রণবীরের শেষ পর্যন্ত ‘শক্তিমান’ সাজা হল না?
সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুকেশ সেই নগ্ন ফোটোশুট নিয়ে বলেন, ‘রণবীর আসলে নগ্ন হয়ে ফোটোশুট করেনি। ও আমাকে বলেছিল, ফোটোশুটের সময় ও অন্তর্বাস পরেছিল। কিন্তু আমার মনে আছে, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ও জানিয়েছিল, নগ্ন ফোটোশুটে ও যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করেছিল। রণবীর স্বচ্ছন্দ হতে পারে। কিন্তু, এই ছবি দেখে আমরা স্বচ্ছন্দ নই।’
এমন উন্মুক্ত ফোটোশুট করায় স্ত্রী হিসেবে দীপিকা পাড়ুকোন কেন কোনো আপত্তি তোলেননি? এমন প্রশ্নই তোলেন মুকেশ। তিনি বলেন, ‘রণবীরের স্ত্রীও বিষয়টি নিয়ে বেশ স্বচ্ছন্দ ছিলেন। সংবাদমাধ্যমের কাছে এমনই মন্তব্যে করেছিলেন তারা। দীপিকা কোনো আপত্তিই জানাননি। যেকোনো নারীর স্ত্রী হিসাবে আপত্তি জানানোর কথা এমন পরিস্থিতিতে। এতো আধুনিক হওয়ার তো দরকার নেই।’
রণবীর নাকি ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। এই ইচ্ছে তিনি মুকেশ খান্নার কাছেও প্রকাশ করেছিলেন। কিন্তু, রাজি হননি মুকেশ। কারণস্বরূপ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘এই চরিত্রের মুখে যে বিষয়টি প্রয়োজন সেটা রণবীরের মধ্যে নেই। রণবীর খুবই ছটফটে। দেখে মনে হয়, সে কথা দিয়ে অন্যদের ভোলাতে পারে।’