জাহাজ খেঁকো,বিমান খেঁকো ! শব্দটি শুনলে প্রথমেই মাথায় আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। এটি গিলে খেয়েছে কারি কারি জাহাজ-বিমান। অনেক আগে থেকেই একটি কথা চলে আসছে যে,এটির উপর দিয়ে কোনো জাহাজ বিমান চলাচল করতে পারে না। কিছু গেলেই সেটি নাকি ডুবে যায় ! কি সেই রহস্য যার কারণে এটি হচ্ছে । ধারণা করা হয় এ পর্যন্ত ৫০টি বাণিজ্যিক জাহাজ ও ২০টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গলে।
বারমুডা ট্রায়াঙ্গেল!
নামটি শুনেই আমাদের মনে ভৌতিক কিছু চলে আসে।কিন্তু কেনো? উত্তর হয়তো এর নামেই রয়েছে।কারণ জায়গাটির নাম যে “ডেভিলস ট্রায়াঙ্গেল”।ডেভিলস ট্রায়াঙ্গেল নামের এই বিচিত্র অজানা রহস্যের প্রতি মানুষের জানার আকাঙ্ক্ষা অনেকদিনের।
বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই অন্য এলাকা থেকে বিপদজনক?
অনেকে মনে করতো বারমুডা ট্রায়াঙ্গল আসলে পঞ্চম মাত্রার উপস্থিতির প্রমাণ। আবার কেউ মনে করে, এটি আসলে একটি টাইমমেশিন বা ওয়ার্মহোল যা একসময় থেকে অন্য সময়ে নিয়ে যায়।
আটলান্টিক মহাসাগরের তিন বিন্দু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজাকৃতির এই এলাকাকে ডেভিলস ট্রায়াঙ্গল-ও বলা হয়। যে তিনটি প্রান্ত নিয়ে কাল্পনিক এই ত্রিভূজ তৈরি হয়েছে তার এক প্রান্তে রয়েছে আমেরিকার ফ্লোরিডা, আর এক প্রান্তে পুয়ের্তো রিকো এবং অপর প্রান্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।
১২ অক্টোবর ১৪৯২। ক্রিস্টোফার কলম্বাস তার লগবুকে লিখেছেন, এই ত্রিভুজাঞ্চল জুড়েই নাকি তাঁর নাবিকেরা ভুতুড়ে সব কাণ্ডকারখানা দেখেছেন। এ সময় তাদের কম্পাস ঠিকমতো কাজ করছিল না, তারা দেখেছেন ভুতুড়ে আলোর নাচন। এই লগবুকই বারমুডা ট্রায়াঙ্গলের কুখ্যাতি ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট ছিল। সেক্ষেত্রে বলাই যায় যে,বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অদ্ভুতুড়ে আলোচনা অনেক আগে থেকে চলে আসছে।
“The land was first seen by a sailor (Rodrigo de Triana), although the Admiral at ten o’clock that evening standing on the quarter-deck saw a light, but so small a body that he could not affirm it to be land; calling to Pero Gutiérrez, groom of the King’s wardrobe, he told him he saw a light, and bid him look that way, which he did and saw it; he did the same to Rodrigo Sánchez of Segovia, whom the King and Queen had sent with the squadron as comptroller, but he was unable to see it from his situation. The Admiral again perceived it once or twice, appearing like the light of a wax candle moving up and down, which some thought an indication of land. But the Admiral held it for certain that land was near…”
সূত্র: ১১ই অক্টোবর, ১৪৯২ এ লিখিত কলম্বাসের নোটবুক
বারমুডা ট্রায়াঙ্গেলের সূত্রপাত হয় ১৮৮০ সালের ৩১ জানুয়ারি এলেন অস্টিন নামের একটি জাহাজ থেকে ।জাহাজটি ইংল্যান্ডের বারমুডা থেকে ফ্যালমাউথের উদ্দেশ্য যাত্রা করার সময় যাত্রাপথে ঝড়ের কবলে পড়ে পথভ্রষ্ট হয় এবং সেটি তখন নাবিকদের সহ হারিয়ে যায়।১৮৮১ সালে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।তখন থেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের যাত্রা শুরু হয়।
১৯৪৫ সালে ফ্লাইট-১৯নামে খ্যাত মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারু বিমান নিয়ে পরিচালিত একটি অভিযানের সময় ৫টি বিমান নিখোঁজ হয়ে যায়। ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ভিনসেন্ট গ্যাডিস পাল্প ম্যাগাজিন আর্গোসিতে ‘দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল’ নামে একটি লিখা প্রকাশিত হয়, এখানে বলা হয় ফ্লাইট-১৯ সহ অন্যান্য অদৃশ্য হয়ে যাওয়া ঘটনাগুলো পরস্পরের সাথে সম্পর্কিত।
যুক্তরাষ্ট্রের নৌ- ইতিহাসে সবচেয়ে মারাত্মক (যুদ্ধ ছাড়া) ক্ষতি হচ্ছে ইউ এস এস সাইক্লপস নিখোঁজ হয়ে যাওয়া। অতিরিক্ত ম্যাঙ্গানিজ আকরিক ভর্তি বিমানটি ১৯১৮ সালের ৪ মার্চ বার্বাডোস দ্বীপ থেকে উড্ডয়নের পর একটি ইঞ্জিন বিকল হয় এবং ৩০৯ জন ক্রুসহ নিখোঁজ হয়। যদিও কোন শক্ত প্রমাণ নেই তবুও অনেক কাহিনি শোনা যায়। কারো মতে ঝড় দায়ী, কারো মত ডুবে গেছে আবার কেউ এই ক্ষতির জন্য শত্রুপক্ষকে দায়ী করে। উপরন্তু, সাইক্লপস-এর মত আর দুইটি ছোট জাহাজ প্রোটিউস এবং নেরেউস দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে উত্তর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়। সাইক্লপসের মত এই জাহাজ দুটিতেও অতিরিক্ত আকরিকে ভর্তি ছিল। তিনটি ক্ষেত্রেই অতিরিক্ত মালামাল ধারণে অক্ষমতার (ডিজাইনগত) কারণেই জাহাজডুবি হয় বলেই ব্যাপক ধারণা করা হয়।
তবে কি সত্যিই বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝে এমন কোনো শক্তি বিদ্যমান রয়েছে যার কারণে ওখানের বিমান জাহাজ গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে?
এটা এমন একটি এলাকা যেখানে প্রতিনিয়ত মৌসুমি ঝড় বহমান। এবং ঝড়ের সাথে দুর্ঘটনার সংখ্যা তুলনা করলে সেটা যথেষ্ট বাস্তব-সম্মত মনে হয়। একটা সময়ে পুরো দুনিয়া ও সাগর জুড়েই ঘটে যেতো অনেক দুর্ঘটনা। এমনকি আজকের তথ্য-প্রযু্ক্তির যুগেও অনেক দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায় না। ন্যাশনাল জিওগ্রাফির “এয়ার ক্রাশ ইনভেস্টিগেশন” সিরিজটা যারা দেখেন তারা বিষয়টা জানেন। বারমুডা ট্রায়াঙ্গেলের মত আরো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলো বাদ দিয়ে শুধু বারমুডাকেই কেন বিশেষভাবে হাইলাইট করা হলো?
বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এখনো অনেক কিছু অজানা রয়েছে যা জানার জন্য মানুষ তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। এতো দুর্ঘটনার ভিড়ে লুকিয়ে নেই তো কোনো কিছু যা আমাদের লোকচক্ষুর আড়ালেই থেকে যাবে?
এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডি আরকাইভ অনলাইন-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।