বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
28 C
Dhaka

সন্ত্রাস করলে কেউ ছাড় পাবে না: মির্জা আব্বাস

আরো পড়ুন

- Advertisement -

কোথাও কেউ সন্ত্রাস, চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৩ আগস্ট) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

নেতাকর্মীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘সারাদেশে সন্ত্রাসীরা অপকর্ম করছে, অথচ তারা কেউ বিএনপি করে না। যারা বিএনপি করে তারা রক্ষাকবচ হিসেবে কাজ করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তানরা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকরা এমন কুকর্ম করতে পারে না।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পরে তিনি বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে। জাগ্রত ছাত্র-জনতা সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

এদিকে গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘চক্রান্তকারীরা আমাদের বিভক্ত করে দেশ অস্থিতিশীল করতে চায়। আমাদের এই দীর্ঘদিনের সমাজকে ভাঙতে চায়। আমরা বাংলাদেশি, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা এটা করতেন। আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইবোনরা সবচেয়ে অনিরাপদ ছিল তার শাসনামলে।’

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Click to Call Call Now

সর্বশেষ