বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এই সময়ে দাঁড়িয়ে যতো দিন যাচ্ছে ট্রাভেল ভিসা নিয়ে উদ্বেগ এবং জটিলতা বেড়েই চলেছে। করোনাকালীন সময় পার করে এই ২০২৪ সালে এসে বদলে গেছে অনেক হিসেব-নিকেশ। তারই মধ্যে একটা হলো এই ট্যুরিস্ট ভিসা সমস্যা। বাংলাদেশের সবুজ পাসপোর্ট- ধারীদের জন্য এই সমস্যা জটিলতর হচ্ছে দিনকে দিন।
অবস্থাদৃষ্টে এখন সামগ্রিক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আমাদের জন্য এখিন বিশ্বের কোনো দেশের ভিসাই সহজ না। পাশের দেশ ভারতের ছয়মাসের ট্যুরিস্ট ভিসা একটা সময় খুব সহজেই পাওয়া গেলেও এখন পরিস্থিতি ভিন্ন। এই ভিসার জন্য এখন শ্রম এবং সময় দিতে হচ্ছে যা প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে কাম্য নয়। অন্যদিকে আগের চেয়ে কঠিন হয়েছে নেপাল বা ভূটানের ট্রাভেল ভিসাও। পাকিস্তানের সাথে তো এই ভিসা প্রক্রিয়া বন্ধ আছে দীর্ঘ সময় ধরেই।
মিডলইস্টের দিকে তাকালে এই সমস্যা আরো জটিল বলেই মনে হবে। একমাত্র দুবাই ছাড়া সেখানকার সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। বাংলাদেশীরা টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না এখন। আগে আরব আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেতেন সহজেই। যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশে বাংলাদেশী পাসপোর্টধারীদের যাওয়া সহজ ছিলো কিন্তু এখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না সেসব দেশই। কারন অজানা!!
করোনার প্রভাব কাটাতে ২০২৩ সালে পর্যটক এনে অর্থনীতি সচল রাখার নীতি গ্রহণ করা সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের বাংলাদেশীদের জন্য ভিসা নীতি সহজ করেছিলো। কিন্তু আমরা ট্যুরিস্ট ভিসা দিয়ে ওইসব দেশে প্রবেশ করে অবৈধ অভিবাসী হিসেবে যেভাবে নিজেদের নাম ক্ষুন্ন করেছি তাতে সেসব দেশও ওখিন মুখ ঘুরিয়ে নিয়েছে৷ যার ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ রেখেছ। বাকি ছিলো উজবেকিস্তান, কিন্তু বেশকিছুদিন ধরে তাদের ভিসা পোর্টাল ডাউন দেখাচ্ছে। কোন খারাপ ইংগিত কিনা তা সময়ই বলে দিবে।
২০২৩ এর সালে সারা বিশ্বের জন্য ভিসার গনজোয়ার বসিয়ে দেয়া দেশ কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে বাংলাদেশী ট্যুরিস্ট দের জন্য। ট্রাভেল ভিসা পাওয়ার মতো ফাইল ও রিফিউস হচ্ছে অজানা কারনে। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হতো একটা সময় তাদেরকেও রিফিউস করে দিচ্ছে কানাডা এম্বাসি। এদিকে ইউরোপের দেশগুলা যাছাই বাছাই করে গয়ারে ১৫% ট্যুরিস্ট ভিসা দিতো, কিন্তু এক প্রতিবেদনে দেখা গেছে এর মধ্য ৫% আর ব্যাক করে না নিজ দেশে। তাই তারাও এখন কঠোর অবস্থানে। রোমানিয়া হয়ে ইউরোপের অন্য দেশে অভিবাসী হিসেবে যাবার একটা ঢল ছিলো বাংলাদেশীদের মাঝে। তাই বাধ্য হয়ে রোমানিয়া তাদের এম্বাসি বন্ধ করে দিয়েছে। এদিকে অজানা কারনে অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে অস্ট্রেলিয়ান এম্বাসি।
আবার আমেরিকা এবং ইউকে ট্যুরিস্ট ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না বলে সেই দেশেও এখন ট্যুরিস্ট ভিসা পাচ্ছেনা বেশিরভাগ বাংলাদেশী। ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোতে অনেক বাংলাদেশী বাংগালী বসবাস করে কিন্তু খোঁজ নিলে জানা যাবে তাদের মধ্য ৯৫% মানুষই আসলে স্বপ্নের দেশ আমেরিকা যাবার জন্য সেখানে আটকে আছে। একই অবস্থা লিবিয়ায়। লিবিয়া থেকে ইতালি হয়ে ইউরোপে ঢোকার ব্যাপারটা তো ওপেন সিক্রেট৷ তাই এদিকেও চলছে কড়াকড়ি।
এতোসব হতাশার মাঝে লজ্জাজনক যে ব্যাপারটা প্রায়ই ঘটছে সবুজ পাসপোর্টধারীদের সাথে সেটা হলো- সিংগাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ট্যুরিস্ট ভিসা দিলেও বাংলাদেশের ৮০% ভিজিটরদের আলাদাভাবে অন্য কাউন্টারে নিয়া যেয়ে জিজ্ঞাসাবাদ করার মতো ঘটনা ঘটছে।
অবস্থাদৃষ্টে এখন যা মনে হচ্ছে বাংলাদেশী বাংগালিদের জন্য ভিজিট পারপাসে এখন খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু সেটাও কয়দিন থাকে এটাও প্রশ্ন!!! যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে এবং সেই বর্ডার পার করতে পারলেই ইউরোপের যেকোনো দেশে আশ্রয় নেয়া যাবে এই ব্যাপারটা বাংগালিরা জানলেই দেখা যাবে আমরা মরক্কো যাবার জন্য লাইন ধরবো!!
আমাদের বাংলাদেশে অনেকেই মোজাম্বিক নামক আফ্রিকান একটা দেশের নাম জানে না। কিন্তু অবাক হতে হয় যখন একটা প্রতিবেদনে জানা যায় যে আফ্রিকার এই দেশে প্রায় ৩০,০০০ এর মতো বাংলাদেশি থাকে। তবে ভিসা জটিলতা এখানেও আছে। সব মিলিয়ে বিশ্বের নানা প্রান্তে জাতি হিসেবে আমাদের অনেক প্রাপ্তি বা ভালো কাজের সুনামের সাথে সাথে আমাদের নিয়ে নেগেটিভিটিও আছে। তাই হয়তো অবৈধ অভিবাসী ঠেকাতে বাইরের দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে চলছে কড়াকড়ি। যা প্রভাব ফেলছে আমাদের দেশের সুনাম ক্ষুন্ন হবার প্রক্রিয়ায়।
সার্ক অন্তর্ভুক্ত যে শ্রীলংকাকে দেউলিয়া হয়ে গেছে বলে৷ হাসাহাসি বা উপহাস করতে আমাদের বাঁধেনি। সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। এতেই বোঝা যায় জাতি হিসেবে সবুজ পাসপোর্ট এর মান এখন কোন তলানীতে এসে ঠেকেছে। এই পরিস্থিতি উত্তরনের জন্য কার্যকর পদক্ষেপ নেবার সময় এখনই। সরকারের সাথে সাথে ব্যক্তি পর্যায়ে আমাদেরকেও সচেতন হতে হবে নিজেদের সম্মান এবং দেশের মান অক্ষুন্ন রাখার প্রচেস্টায়