শনিবার, অক্টোবর ৫, ২০২৪
27 C
Dhaka

সাপের কি আসলেই কান নেই? এটা নিয়ে যতগুজব

ভিডিও

- Advertisement -

সমাজে প্রচলিত আছে যে সাপের কান নেই, তবে এই দাবি পুরোপুরি সত্য নয়। সাপের বাইরের কোনো কান বা কানের পাতা নেই। তবে সাপ শুনতে পারে, কিন্তু তাদের শোনার পদ্ধতি আমাদের থেকে আলাদা।

তাদের কাছে বাইরের কান না থাকলেও সাপের ভেতরের কানের সঙ্গে সংযুক্ত একটি বিশেষ হাড় থাকে, যার নাম কোয়াড্রেট বোন। এই হাড়টি মাটির বা অন্য বস্তুর কম্পন ধরে এবং সেই কম্পনকে মস্তিষ্কে প্রেরণ করে। তাই সাপ মূলত মাটির বা বাতাসের কম্পন অনুভব করে শুনতে পারে। অর্থাৎ তাদের শরীরের ভিতর লাগোয়া কান থাকে।

সাপের কোনো বাহ্যিক কান নেই, তবে তারা মাটি বা বস্তুর কম্পন অনুভব করে শোনে। এ কারণে সাপকে বধির ভাবা ঠিক নয়, বরং তারা আলাদা এক ধরনের শ্রবণ পদ্ধতির মাধ্যমে তাদের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে। মাটির ওপর কোনো শব্দ হলে, সেই কম্পন সাপের শরীর দিয়ে প্রবাহিত হয়ে কোয়াড্রেট হাড়ের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়। এর ফলে সাপ সেই কম্পনের মাধ্যমে শিকার বা আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা করতে পারে।

সূত্র : হাউ ইটস ওয়ার্কস

আলোচিত

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

Click to Call Call Now