শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
25 C
Dhaka

সীমান্ত থেকে নিয়ে যাওয়া কৃষককে ফেরত দিলো বিএসএফ

spot_img

ভিডিও

- Advertisement -

দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে সাড়ে পাঁচ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই কৃষককে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছেন কয়েকজন বাংলাদেশি।


এ ঘটনায় বিকেল সাড়ে ৩টায় ওই সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। পরে বিকেল নাগাদ বাংলাদেশি তরুণ ও ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, বিএসএফের ধরে নিয়ে যাওয়া আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে। অন্যদিকে ভারত থেকে নিয়ে আসা কৃষক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়।


স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন তিনি। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে দ্বীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন।


বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, পাঁচজন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফ ধারণা করেছিল, সীমান্তের আশপাশে থাকা কেউ তাদের সহযোগিতা করেছেন। সে সময় আল আমিন নামের এক বাংলাদেশি তরুণ সীমান্তের খুব কাছাকাছি ছিল। তাই তাকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিএসএফ।


তিনি আরও বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। পতাকা বৈঠকে মীমাংসা হয়েছে। বিকেল সোয়া ৪টায় আল আমিনকে তারা ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন, তাকেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও