বাংলাদেশের প্রবাসীরা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সোশাল মিডিয়াতেও আয় রোজগারে এগিয়ে। এই প্ল্যাটফর্মে তারা তাদের দক্ষতা ও মেধার মাধ্যমে ভালো পরিমাণে আয় করছেন। একটি সমীক্ষা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সোশাল মিডিয়াতে আয় রোজগারের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। তবে ফেসবুকের আয়ও কিন্তু পিছিয়ে নেই।
পৃথিবীর নানা প্রান্তে আমাদের দেশের বিভিন্ন পেশার মানুষ প্রবাস জীবন যাপন করছে । তারা নিজের দেশ, আত্মিয়-স্বজন, পরিবার পরিজন ছেড়ে জীবিকার সন্ধানে থাকেন হাজার হাজার মাইল দূরে। প্রবাসীদের বড় অংশের গন্তব্য, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায়।
বিদেশে থেকেই অনেক প্রবাসী বাংলাদেশী স্যোশাল মিডিয়ায় যুগোপযোগী কন্টেন্ট বানিয়ে আয়-রোজগারে আনছেন দৃষ্টান্তমূলক পরিবর্তন। যদিও এই মাধ্যমে টাকা রোজগার করাটা একেকজনের কাছে একেক রকম। স্যোশাল মিডিয়াতে বিভিন্ন দেশে লাইফ স্টাইলের ভিডিও ব্লগ, বিদেশের শিক্ষা ব্যবস্থা , ফুড ব্লগিং, কোন দেশে কি পদ্ধতিতে যাওয়ার কৌশল এবং আভিনব সব কায়দায় তথ্যবহুল কন্টেন্ট বানিয়ে ফেমাস হয়ে উঠছেন অনেকে। এক্ষেত্রে থেমে নেই প্রবাসী গৃহিনিরাও। ঘরের খাবার তৈরি থেকে শুরু করে, ঘর সামলানো, বাইরে ঘুরতে যাওয়া নিয়ে ঘরোয়া ব্লগে রীতিমতো পরিবারে আনছেন অর্থনৈতিক সচ্ছলতা।
ইউটিউব-ফেসবুকে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আয় করছেন। এর মধ্যে রয়েছে টিউটোরিয়াল, মজার ভিডিও, গেমিং ভিডিও, সংগীত ভিডিও, এবং বিভিন্ন ধরণের তথ্যমূলক ভিডিও। এছাড়াও, প্রবাসীরা ইনস্টাগ্রাম, টুইটার, এবং অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও আয় করছেন। তারা নানা ধরনের কন্টেন্ট তৈরি করে, বিজ্ঞাপন প্রচার করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রদান করেই নিয়মিত আয় করছেন।
শুধু অর্থ আয় নয়; তারা অনেকে বেশ ফেমাসও হয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম এক পরিচিত মুখ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ব্লগার রেহানা আক্তার রাখি। তার ফেসবুক ফলোয়ার ইতিমধ্যেই কয়েক মিলিয়ন হয়ে গেছে। ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যাটাও নেহায়েত কম নয়। একসময় শোবিজ অঙ্গনে সাড়া জাগানো ‘লাইলী খ্যাত’ অভিনেত্রী রেহানা আক্তার এখন প্রবাসে জনপ্রিয় একজন ব্লগার।
এছাড়াও দেশ-বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির। তিনি ট্রাভেল ফিল্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও তার ব্লগিংয়ের নানান গল্প নিয়ে কথা বলেন । যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি প্রতিষ্ঠানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নাদির পেয়েছেন বেশ কয়েকটি অ্যাওয়ার্ড।
এমনি ভাবে অনেক প্রবাসী দেশের বাহিরে থেকে অন্য কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে যাচ্ছেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা আর্থিক স্বচ্ছলতার জন্য একটি গতিশীল হাতিয়ার হিসেবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করছেন। সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনে প্রবাসী বাঙালিদের সাফল্যের বড় একটি কারণ, তাদের সাংস্কৃতিক শিকড়ের সাথে দৃঢ় সংযোগ। যার মাধ্যমে তারা যেমনি অর্থ আয় করছেন, তেমনি ভাবে আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়।