১৬ই মার্চ ১৯৭১ বেলা ১১টায় প্রেসিডেন্ট ভবনে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী মুজিব-ইয়াহিয়া বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা দেড়টায় শেখ মুজিব বেরিয়ে আসলেন । তীর্থের কাকের মত দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের একজন প্রেসিডেন্টের সাথে আলোচনা সম্পর্কে শেখ মুজিবকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। মেহেরবানী করে এর বেশী কিছু জিজ্ঞেস করবেন না । এটা দু’এক মিনিটের ব্যাপার নয় । এর জন্য পর্যাপ্ত আলোচনার প্রয়োজন আছে।