২০ শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া ও শেখ মুজিবের মধ্যে প্রথম বারের মত তাদের উপদেষ্টাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন বৈঠক ২ ঘন্টা ১০ মিনিটের মত চলে । শেখ মুজিবের সাথে তাঁর উপদেষ্টাদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দীন আহমদ, খন্দকার মোশতাক আহমদ, জনাব মুনসুর আলী, জনাব এ, এইচ, এম কামরুজ্জামান এবং ড. কামাল হোসেন, আর প্রেসিডেন্টের পক্ষে ছিলেন বিচারপতি এ, আর, কর্নেলিয়াস, প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল পীরজাদা এবং সামরিক বাহিনীর জজ এটর্নি জেনারেল কর্নেল হাসান। আলোচনা শেষে প্রেসিডেন্ট ভবন থেকে বাসায় ফিরে শেখ মুজিব সাংবাদিকদের বলেন, আলোচনার কিছু অগ্রগতি হয়েছে। রাজনৈতিক সংকট সমাধানের পথে তারা এগুচ্ছেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, প্রেসিডেন্ট পশ্চিম পাকিস্তানের বিভিন্ন নেতাদের সংগে পৃথকভাবে আলাপ আলোচনা করবেন। প্রয়োজনবোধে আমরাও যৌথ ভাবে পশ্চিম পাকিস্তানী নেতাদের সংগে আলোচনা করতে পারি।
এদিন বিবিসি’র সংবাদ ভাষ্যে মন্তব্য করা হলো, পাকিস্তানের শাসনতান্ত্রিক সংকট দূরীভূত হচ্ছে। সাংবাদিকদের কাছে শেখ মুজিব এই দিন জানালেন যে, তাঁর উপদেষ্টারা প্রেসিডেন্টের উপদেষ্টাদের সাথে পুনরায় পরিস্থিতি ও সমস্যাবলী সম্পর্কে আলোচনা করবেন। উপদেষ্টা পর্যায়ে পরবর্তী বৈঠক কখন অনুষ্ঠিত হবে এ প্রশ্নের জবাবে তাজউদ্দীন জানালেন যে, কয়েকটি খুঁটিনাটি বিষয় জানার অপেক্ষায় তাঁরা
রয়েছেন ।