২৩শে মার্চ ছিল পাকিস্তান দিবস। এদিন সরকারী ও বেসরকারী ভবনগুলোতে পাকিস্তানের পতাকা উড়ার কথা, নানা অনুষ্ঠান হবার কথা । কিন্তু তার কিছুই হয়নি । একমাত্র সামরিক সদর দফতর ও প্রেসিডেন্ট ভবন ছাড়া আর কোথাও পাকিস্তানের পতাকা উড়েনি। তার বদলে উঠেছে নতুন পতাকা-বাংলাদেশের পতাকা। ইংরেজী দৈনিক দি পিপল লিখল, A New flag is born today -a flag with a golden map of Bangladesh implanted on a red circle placed in the middle of deep green rectangle base. This is the flag for Independent’ Bangladesh.
এই পতাকা স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় সংগ্রাম পরিষদÕ সরবরাহ করে এবং ২৩শে মার্চ তা দেশব্যাপী উত্তোলনের আহবান জানায় । এই সিদ্ধান্ত তারা পূর্বেই নিয়েছিল। শেখ মুজিবের সাথে কোন বৈঠক এদিন জেনারেল ইয়াহিয়ার হল না তাদের উপদেষ্টাদের মধ্যেও নয় । তবে এই দিন মি. ভুট্টোর সাথে প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার জেঃ পীরজাদার একটি বৈঠক প্রেসিডেন্ট ভবনে ৭৫ মিনিট ব্যাপী চলে। বৈঠক থেকে ফেরার পর মি. ভুট্টো সাংবাদিকদের বললেন, প্রেসিডেন্টের সাথে সেদিন তাঁর বৈঠকের কোন সম্ভাবনা নেই। তিনি আরো জানালেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের ফর্মুলা সম্পর্কে তাঁর দলীয় নেতাদের সংগে আলোচনায় তিনি সারাদিন কাটিয়েছেন । গত সোমবার সারারাতও এ ফর্মূলা নিয়েই আলোচনা করেছেন। এক প্রশ্নের জবাবে ভূট্টো বললেন, যতদিন ঢাকায় তাঁর থাকা প্রয়োজন, ততদিন তিনি থাকবেন।